তরমুজ চাষের বিরোধে হামলা–চাঁদা দাবি অভিযোগ
দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট: আ.লীগসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
- আপডেট সময় ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ককটেল বিস্ফোরণ, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাসহ মোট ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে এজাহারভুক্ত আসামি মো. পাভেল (৩২) কে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ। তিনি উপজেলার ৪নং দশমিনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহাবুদ্দিনের ছেলে।
মামলাটি দায়ের করেছেন দশমিনা সদর ইউনিয়নের চরহাদি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কালু মৃধা। গত বৃহস্পতিবার রাতে তিনি মামলাটি দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ১ নভেম্বর তরমুজ চাষ নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা ভুক্তভোগীর ঘরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। এসময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। হামলাকারীরা ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন,“তরমুজ চাষের জমি দখলকে কেন্দ্র করে চাঁদা দাবি, ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। কালু মৃধা বাদী হয়ে ৩৭ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ৭০–৮০ জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতার পাভেলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”





















