বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপস্থিত থেকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা
- প্রকাশের সময় ০২:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯ Time View
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
এর আগে আজ সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহত্তর চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতালের মেডিকেল বোর্ড যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে প্রাথমিক রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য ভাগ করে নেওয়া হয়েছে, যাতে তারা সমন্বিত সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা প্রদান করতে পারেন।





















