১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মসূচি, কাল পূর্ণদিবস শাটডাউন ঘোষণা
ময়মনসিংহে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি
- আপডেট সময় ০৫:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য সরকারি বেতন কাঠামোয় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অর্ধদিবস কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, ল্যাবরেটরি, স্বাস্থ্য কমপ্লেক্স ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ইন্টার্ন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা। কর্মসূচির শুরু থেকেই উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়, যা আন্দোলনের প্রতি পেশাজীবীদের ঐক্যবদ্ধ অবস্থানের ইঙ্গিত বহন করে।
সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান মিজান এবং কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়ন তাদের ন্যায্য দাবি হলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে পেশাজীবীরা বেতন বৈষম্য, পেশাগত অনিশ্চয়তা ও স্বীকৃতির অভাবে ভুগছেন।
আন্দোলনকারীরা বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করেন। কিন্তু তাদের প্রতি রাষ্ট্রের অবহেলা উদ্বেগজনক। বক্তারা দাবি করেন, চিকিৎসা ব্যবস্থার গুণগতমান ধরে রাখতে হলে এই পেশাজীবীদের মর্যাদা ও আর্থিক সুবিধা নিশ্চিত করা জরুরি।
সমাবেশে আরও বক্তব্য দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, ময়মনসিংহ এর নেতৃবৃন্দ, সক্রিয় সদস্য এবং ইন্টার্নি ছাত্রছাত্রীরা। তারা বলেন, বিগত কয়েক বছর ধরে নানা সময় আন্দোলন করলেও তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আবারও কর্মসূচি দেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্দোলনকারীরা জানান, গণমাধ্যমের সহায়তা ও প্রচার তাদের ন্যায্য দাবি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়—আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) পূর্ণদিবস কমপ্লিট শাটডাউন পালন করা হবে। যদি এর পরেও দাবি বাস্তবায়ন না হয়, তবে লাগাতার শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নেতারা বলেন, “আমরা অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।”
ময়মনসিংহ জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মীদের সক্রিয় অংশগ্রহণে এ দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। দিনব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও জরুরি সেবা চালু ছিল বলে জানান আয়োজকরা।




















