র্যালি, আলোচনা এবং সহায়ক উপকরণ বিতরণের মাধ্যমে দিবস উদযাপন
গাইবান্ধায় আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালন
- আপডেট সময় ১০:৫১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা সমাজসেবা উপ-পরিচালকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলার ১৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, স্মার্ট সাদা ছড়ি এবং এলবো ক্রাচ বিতরণ করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিমসহ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
























