শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
- আপডেট সময় ০৮:৫২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) শহরের সজবরখিলা এলাকার জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন ট্রেনিং কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ বিভাগ, ভেটেরিনারি চিকিৎসক, উদ্যোক্তা, খামারি এবং অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও বিভিন্ন পাখ-পাখালি প্রদর্শন করা হয়। এ ছাড়া দুগ্ধজাত পণ্য দিয়ে তৈরি পিঠা–পুলি ও পায়েসসহ ২৪টি স্টল মেলায় অংশ নেয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়—প্রাণিসম্পদের উন্নয়ন, প্রযুক্তির প্রসার এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সাধারণ মানুষকে সচেতন করতেই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।























