০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ভোরে ২০–৩০ জন শ্রমিক নিয়ে দেয়াল তুললেও পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

আমতলীতে পৌরসভার অনুমোদিত রাস্তায় রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণ

আমতলী (বরগুনা) প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় পৌরসভার অনুমোদিত রাস্তার জায়গায় মিলন দফাদার ও মঈন দফাদারের বিরুদ্ধে রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের জানামতে, ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ভোর ৪টার দিকে হঠাৎই ২০–৩০ জন শ্রমিককে রাস্তার ওপর দেয়াল নির্মাণ করতে দেখা যায়।

ঘটনার সময় স্থানীয়রা দ্রুত থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণে নিয়োজিত দুই শ্রমিককে আটক করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের থানায় নেওয়া হয়।

মানবাধিকার কর্মী জোসেফ মাহতাব বলেন—পৌরসভার অনুমোদিত রাস্তার জায়গায় এভাবে বেআইনি দেয়াল নির্মাণ শুধু আইনবিরোধী নয়; এটি স্থানীয়দের চলাচলেও গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি জানান, পৌর প্রশাসক, সমন্বয় কমিটি এবং থানার কর্মকর্তারা আগেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের এই কর্মকাণ্ড এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তারা দ্রুত দেয়াল অপসারণ করে চলাচলের পথ খুলে দেওয়ার দাবি জানান। তারা আরও বলেন—‘Easement Act, 1882’, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এবং জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস) চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার দিন আটক দুই শ্রমিককে পরে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পৌরসভার এক কর্মকর্তা বলেন, জমির মালিকরা কোনো অনুমতি ছাড়াই দেয়াল নির্মাণ করতে চেয়েছিল।

এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন এবং রাস্তা উন্মুক্ত করে নাগরিকদের চলাচল ও জরুরি সেবার পথ নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ভোরে ২০–৩০ জন শ্রমিক নিয়ে দেয়াল তুললেও পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

আমতলীতে পৌরসভার অনুমোদিত রাস্তায় রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণ

আপডেট সময় ০১:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বরগুনার আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় পৌরসভার অনুমোদিত রাস্তার জায়গায় মিলন দফাদার ও মঈন দফাদারের বিরুদ্ধে রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের জানামতে, ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ভোর ৪টার দিকে হঠাৎই ২০–৩০ জন শ্রমিককে রাস্তার ওপর দেয়াল নির্মাণ করতে দেখা যায়।

ঘটনার সময় স্থানীয়রা দ্রুত থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণে নিয়োজিত দুই শ্রমিককে আটক করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের থানায় নেওয়া হয়।

মানবাধিকার কর্মী জোসেফ মাহতাব বলেন—পৌরসভার অনুমোদিত রাস্তার জায়গায় এভাবে বেআইনি দেয়াল নির্মাণ শুধু আইনবিরোধী নয়; এটি স্থানীয়দের চলাচলেও গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি জানান, পৌর প্রশাসক, সমন্বয় কমিটি এবং থানার কর্মকর্তারা আগেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের এই কর্মকাণ্ড এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তারা দ্রুত দেয়াল অপসারণ করে চলাচলের পথ খুলে দেওয়ার দাবি জানান। তারা আরও বলেন—‘Easement Act, 1882’, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এবং জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস) চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার দিন আটক দুই শ্রমিককে পরে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পৌরসভার এক কর্মকর্তা বলেন, জমির মালিকরা কোনো অনুমতি ছাড়াই দেয়াল নির্মাণ করতে চেয়েছিল।

এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন এবং রাস্তা উন্মুক্ত করে নাগরিকদের চলাচল ও জরুরি সেবার পথ নিশ্চিত করার আহ্বান জানান।