০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
হটাও ইউনুস, বাঁচাও দেশ’—দশমিনায় কাফন মিছিল

দশমিনায় কাফনের কাপড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রবিউল হাসান
  • আপডেট সময় ১০:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় কাফনের কাপড়ে সজ্জিত হয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলকারীরা মাথায় ও ব্যানারের সামনে কাফনের কাপড় বেঁধে অংশ নিয়েছেন। তাদের ব্যানারে লেখা ছিল—“হটাও ইউনুস, বাঁচাও দেশ।” মিছিলে প্রায় ৩৫–৪০ জন নেতা-কর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদা।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—“মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।”

পরবর্তীতে জায়েদ প্যাদা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—“অনেক দিন পর আবার রাজপথে।” একই ভিডিও নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

হটাও ইউনুস, বাঁচাও দেশ’—দশমিনায় কাফন মিছিল

দশমিনায় কাফনের কাপড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ১০:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর দশমিনায় কাফনের কাপড়ে সজ্জিত হয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলকারীরা মাথায় ও ব্যানারের সামনে কাফনের কাপড় বেঁধে অংশ নিয়েছেন। তাদের ব্যানারে লেখা ছিল—“হটাও ইউনুস, বাঁচাও দেশ।” মিছিলে প্রায় ৩৫–৪০ জন নেতা-কর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদা।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—“মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।”

পরবর্তীতে জায়েদ প্যাদা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—“অনেক দিন পর আবার রাজপথে।” একই ভিডিও নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”