রামপালে ধানের শীষের প্রচার মিছিল করলেন ড. ফরিদুল ইসলাম
তারেক রহমানকে শক্তিশালী করতে রামপালে ঐক্য মিছিল
- আপডেট সময় ০৬:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাগেরহাটের রামপালে ধানের শীষের সমর্থনে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ফয়লাহাট এলাকায় এ মিছিল বের করা হয়।
উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ প্রচার মিছিলে অংশ নেন। মিছিল শেষে ফয়লাহাট বাসস্ট্যান্ড চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট–২ আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন,“আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী বিএনপি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু হাইকোর্টে আসনসংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় বাগেরহাটে প্রার্থী ঘোষণা হয়নি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সম্মিলিতভাবে তার পক্ষে কাজ করব।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন—ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
এসময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।
পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















