শ্রীবরদী সরকারি কলেজে মানববন্ধন ও স্মারকলিপি জমা
শেরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: রিফাত আহমেদের বদলি প্রত্যাহারের দাবি
- আপডেট সময় ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করেছে।
দুপুরে কলেজ গেট থেকে শিক্ষার্থীদের মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের কাছে একটি স্মারকলিপি জমা দেন। মিছিলটি শেষ করে কলেজের সামনে প্রায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা দাবি করেছেন, “নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও আদর্শ শিক্ষক রিফাত আহমেদের বদলির সিদ্ধান্ত অন্যায় এবং এতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই বদলি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী জানিয়েছেন, “শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি আমি পেয়েছি এবং তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। এটি জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হবে।”
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে রিফাত আহমেদকে শ্রীবরদী সরকারি কলেজ থেকে শেরপুর সরকারি মহিলা কলেজে বদলি করার আদেশ দেওয়া হয়েছিল।
























