মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
- প্রকাশের সময় ১২:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৭২ Time View
বাগেরহাট সদর উপজেলার ৪৭ নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বারবার নির্বাচিত সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হাসান আল মামুন বাপ্পি।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক তরিকুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারী শিক্ষক আনন্দ কুন্ডু, শুক্লা সাহা ও আসিফ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুর আলম, মণি কুন্ডু, প্রসেনজিৎ কুন্ডুসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।




















