০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলার পাঁচ আসনে জমজমাট প্রার্থীতা

জামালপুরের পাঁচ আসনে মনোনয়ন জমা ৪৬ জনের

শাহ আলী বাচ্চু, জামালপুর
  • প্রকাশের সময় ১২:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ২৭৬ Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জিএম কাদের ও মঞ্জু), সিপিবি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ কংগ্রেস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডি, কমিউনিস্ট পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলনের আব্দুর রউফ তালুকদার ও জাতীয় পার্টির (জিএম কাদের) এ কে এম ফজলুল হক।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর সামিউল হকসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্রসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য ও স্বতন্ত্র মিলিয়ে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ কংগ্রেস, জেএসডি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও স্বতন্ত্রসহ সর্বাধিক ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুপ আলী সাংবাদিকদের জানান, জেলার পাঁচটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আগামী ৩ ও ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলার পাঁচ আসনে জমজমাট প্রার্থীতা

জামালপুরের পাঁচ আসনে মনোনয়ন জমা ৪৬ জনের

প্রকাশের সময় ১২:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জিএম কাদের ও মঞ্জু), সিপিবি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ কংগ্রেস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডি, কমিউনিস্ট পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলনের আব্দুর রউফ তালুকদার ও জাতীয় পার্টির (জিএম কাদের) এ কে এম ফজলুল হক।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর সামিউল হকসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্রসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য ও স্বতন্ত্র মিলিয়ে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ কংগ্রেস, জেএসডি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও স্বতন্ত্রসহ সর্বাধিক ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুপ আলী সাংবাদিকদের জানান, জেলার পাঁচটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আগামী ৩ ও ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।