ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলার পাঁচ আসনে জমজমাট প্রার্থীতা
জামালপুরের পাঁচ আসনে মনোনয়ন জমা ৪৬ জনের
- প্রকাশের সময় ১২:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২৭৬ Time View
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জিএম কাদের ও মঞ্জু), সিপিবি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ কংগ্রেস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডি, কমিউনিস্ট পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলনের আব্দুর রউফ তালুকদার ও জাতীয় পার্টির (জিএম কাদের) এ কে এম ফজলুল হক।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর সামিউল হকসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্রসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য ও স্বতন্ত্র মিলিয়ে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ কংগ্রেস, জেএসডি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও স্বতন্ত্রসহ সর্বাধিক ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুপ আলী সাংবাদিকদের জানান, জেলার পাঁচটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আগামী ৩ ও ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।















