পাথরঘাটা, বরগুনা, সীডলেস লেবু, লেবু চাষ, সফল কৃষক, কৃষি সংবাদ, বাণিজ্যিক চাষ, চায়না থ্রি লেবু, বীনা লেবু, বরগুনা কৃষি
সীডলেস লেবু চাষে সাফল্য, পাথরঘাটায় নতুন সম্ভাবনার দিগন্ত
- প্রকাশের সময় ১১:৫২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৫৯ Time View
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামে সীডলেস লেবু চাষ করে সফলতার উদাহরণ সৃষ্টি করেছেন স্থানীয় কৃষক সাইদুর রহমান জোমাদ্দার। ২০১৯–২০ অর্থবছরে সরকারিভাবে পাওয়া মাত্র ৬০টি ‘বীনা’ জাতের চারা দিয়ে শুরু করা উদ্যোগটি এখন রূপ নিয়েছে সাড়ে পাঁচ শতাধিক গাছের একটি বাণিজ্যিক লেবু বাগানে।
সরেজমিনে দেখা যায়, সারি সারি লেবু গাছে ঝুলছে সবুজ ও হলুদাভ-সবুজ রঙের থোকা থোকা লেবু। চারদিকে ছড়িয়ে রয়েছে টাটকা লেবুর মন মাতানো সুগন্ধ। সাইদুর রহমান জানান, ‘চায়না থ্রি সীডলেস’ জাতের লেবু রসালো ও সুগন্ধযুক্ত হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক। পাইকাররা নিয়মিত বাগান থেকেই লেবু সংগ্রহ করেন।
তিনি আরও বলেন, প্রতি তিন দিন অন্তর লেবু বিক্রি করা যায় এবং চলতি বছরেই তিনি প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা আয় করেছেন। একবার চারা লাগালে বহু বছর ফলন পাওয়া যায়। নিয়মিত আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগ করলেই পরিচর্যা সম্পন্ন হয়। মাত্র দুইজন শ্রমিক দিয়েই পুরো বাগান পরিচালনা করা সম্ভব বলেও জানান তিনি। নতুন চাষীদের পরামর্শ দিয়ে সহায়তা করতেও তিনি আগ্রহী।
পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ বলেন,
“সীডলেস লেবু বীজবিহীন হওয়ায় প্রতি গাছে থোকা থোকা ফল ধরে। একটি পরিপক্ব গাছ থেকে বছরে প্রায় ২০০টি লেবু পাওয়া যায়। রোপণের চার থেকে পাঁচ মাসের মধ্যেই ফলন শুরু হয়।”
তিনি জানান, সাইদুর রহমানের সাফল্য দেখে এলাকায় সীডলেস লেবু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে এবং কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
স্থানীয় কৃষি বিভাগের মতে, সাইদুর রহমানের এই সাফল্য পাথরঘাটায় সীডলেস লেবু চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।




























