রাঙ্গুনিয়ার পোমরায় আগুনে নিঃস্ব ৬ পরিবার, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার আশঙ্কা
রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬ বসতঘর: নিহত ২
- প্রকাশের সময় ০১:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ২৫২ Time View
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে এক নারী ও এক শিশুসহ মোট দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন—মৃত রুহুল আমিনের স্ত্রী রুমি আকতার (৫৫) এবং তার নাতনি মো. সুমনের মেয়ে জান্নাত (৫)।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদিরাপাড়ার হোমরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বসতঘরের বৈদ্যুতিক সংযোগে হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। আগুনের লেলিহান শিখা ও বসতঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও খুব অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়।
এ সময় মো. কায়েস আহমদ, মনসুর, ময়নুল আহমদ, সংজি, এসকান্দার ও সিরিন আক্তারের বসতঘরসহ মোট ৬টি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের অন্যান্য সদস্যরা দ্রুত বের হতে পারলেও নিহত রুমি আকতার ও শিশু জান্নাত ঘরের ভেতরেই আটকা পড়েন বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ও চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান,
“সকাল ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে। ৮টা ২৫ মিনিটে আমরা সংবাদ পাই এবং ৮টা ৩৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজ শুরু করি। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৯টা ৪৫ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। একটি ঘর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
অভিযানে নেতৃত্ব দেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রাথমিকভাবে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করলেও ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে আগুন থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।





















