নাবালিকা হওয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে অপহরণের অভিযোগ
নাগরপুরে অপহরণের ৫ মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
- প্রকাশের সময় ০১:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৩১৬ Time View
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১৪ বছর বয়সী এক নাবালিকা স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ভুক্তভোগী পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুদামপাড়া মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী গত ২৮ জুলাই ২০২৫ বিকেলে বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী খামার ধল্লা গ্রামের মহিলা ইউপি সদস্য শাহানাজ বেগমের ছেলে মো. জিহাদ (২০) সিএনজি যোগে জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা প্রবাসে এবং বাবা চাকরিজীবী হওয়ায় সে দীর্ঘদিন ধরে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। স্থানীয় সূত্র জানায়, শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে নাবালিকা হওয়ায় তার নানা মো. আ. বাতেন তা প্রত্যাখ্যান করেন। এর কয়েকদিন পরই অপহরণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
সংবাদ পেয়ে শিক্ষার্থীর বাবা মো. সাদ্দাম হোসেনসহ স্বজনরা অভিযুক্তের বাড়িতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে নাগরপুর থানায় অভিযোগ দিলেও পুলিশ থেকে কোনো কার্যকর সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
নিরুপায় হয়ে শিক্ষার্থীর নানা মো. আ. বাতেন বাদী হয়ে ৬ আগস্ট ২০২৫ টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো অপহৃত শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্তের মা মহিলা ইউপি সদস্য শাহানাজ বেগমের বাড়িতে গিয়ে এবং তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, দ্রুত অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।



















