চরচিলমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় আটক, থানায় হস্তান্তর
দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক
- প্রকাশের সময় ০৩:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৮০ Time View
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে উপজেলার চরচিলমারী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন এম বাবু, তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপি এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নিয়মিত টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন,
“বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবি আটক ভারতীয় নাগরিককে মামলা দায়েরসহ দৌলতপুর থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।”



























