১৭ বছর পর তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ব্যতিক্রমী অংশগ্রহণ
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সংবর্ধনায় ব্যতিক্রমী উপস্থিতি, ধানের পোশাকে বরগুনার দুই ভাই
- প্রকাশের সময় ০৪:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৬৭ Time View
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
তার আগমন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যতিক্রমী সাজ, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
সমাবেশস্থলে উপস্থিত হয়ে সবার দৃষ্টি কেড়েছেন বরগুনা থেকে আসা চাচাতো ভাই মো. ইয়ামিন ও সাইফুল ইসলাম। তারা প্রত্যেকে শরীরে জড়িয়ে এনেছেন ২০ কেজি করে মোট এক মণ ধান দিয়ে তৈরি পোশাক, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দেয়।
তাদের সঙ্গে ছিলেন ইয়ামিনের বাবা শুক্কুর আলী খান। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছেলের আবদারে সিএনজি অটোরিকশায় করে বরগুনা থেকে ঢাকায় এসেছেন শুধু তারেক রহমানকে একনজর দেখার জন্য।
মো. ইয়ামিন বলেন,
“তারেক রহমানকে আমরা অনেক ভালোবাসি। ধানের পোশাক আমাদের বিশ্বাস, আশা আর ভালোবাসার প্রতীক।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত ও ব্যতিক্রমী অংশগ্রহণ সমাবেশস্থলে বাড়তি উৎসাহ, উদ্দীপনা ও আলোচনার সৃষ্টি করেছে।























