০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে—নেতারা

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে মোংলায় বিএনপির স্বাগত মিছিল ও পথসভা

শিকদার শরিফুল ইসলাম, মোংলা (বাগেরহাট)
  • প্রকাশের সময় ০২:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ৬৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম-এর নির্দেশনায় পৌর বিএনপির নেতাকর্মীদের আয়োজনে পৌর মার্কেট চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর মার্কেট চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন। তিনি বলেন,

“তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি এ দেশের তরুণ ও যুবসমাজের আইকন। বিদেশের মাটিতে থেকেও তিনি যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা সত্যিই অনন্য।”

তিনি আরও বলেন,

“তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে আরও দ্রুত এগিয়ে যাবে।”

এ সময় তিনি তারেক রহমানের নিরাপদ ও সুস্থ প্রত্যাবর্তন কামনা করেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেন, পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সহ-সভাপতি মহসিন পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্বাগত মিছিল ও পথসভা ঘিরে মোংলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে—নেতারা

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে মোংলায় বিএনপির স্বাগত মিছিল ও পথসভা

প্রকাশের সময় ০২:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম-এর নির্দেশনায় পৌর বিএনপির নেতাকর্মীদের আয়োজনে পৌর মার্কেট চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর মার্কেট চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন। তিনি বলেন,

“তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি এ দেশের তরুণ ও যুবসমাজের আইকন। বিদেশের মাটিতে থেকেও তিনি যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা সত্যিই অনন্য।”

তিনি আরও বলেন,

“তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে আরও দ্রুত এগিয়ে যাবে।”

এ সময় তিনি তারেক রহমানের নিরাপদ ও সুস্থ প্রত্যাবর্তন কামনা করেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেন, পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সহ-সভাপতি মহসিন পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্বাগত মিছিল ও পথসভা ঘিরে মোংলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।