তারেক রহমানকে স্বাগত জানাতে নেতা-কর্মীদের প্রস্তুতি ও দিকনির্দেশনা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী
তারেক রহমানকে স্বাগত জানাতে মোংলায় বিএনপির প্রস্তুতি
- প্রকাশের সময় ০২:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১৩১ Time View
ঢাকায় তারেক রহমানকে যারা স্বাগত জানাতে যাবেন তাদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছেন বাগেরহাট- ৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সম্পন্নসহ নানা দিক নির্দেশনা দেন তিনি।
বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান মোংলার স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনিও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সঙ্গে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি প্রমুখ।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি দলের সকলকে সঙ্গে নিয়েই ধানের শীষ প্রতীক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।























