০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নির্বাচন সামনে রেখে বালিয়াডাঙ্গীতে ডিবির বিশেষ অভিযানে পিস্তল ও গুলি জব্দ

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২৬২ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে বালিয়াডাঙ্গী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—
একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, সঙ্গে দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি এবং একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, সঙ্গে দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন বলেন,

“জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান,

“এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

নির্বাচন সামনে রেখে বালিয়াডাঙ্গীতে ডিবির বিশেষ অভিযানে পিস্তল ও গুলি জব্দ

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে বালিয়াডাঙ্গী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—
একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, সঙ্গে দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি এবং একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, সঙ্গে দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন বলেন,

“জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান,

“এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”