০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাণীশংকৈলে জমি বিরোধে সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০১:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ২৫২ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া বাঁশবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সংঘটিত এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

আহত কবির হোসেন সাংবাদিকদের জানান, তাদের মালিকানাধীন ৬৩ শতাংশ জমিতে গম রোপণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং সাতজন গুরুতর আহত হন।

আহতদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—সজল রানা (২৬), কবির হোসেন (৪৫), জমির উদ্দিন (৬৫), সোহাগ হোসেন (২৫), ইয়াকুব আলী (৫৭), রিপন আলী (৩০) ও আজগর আলী (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাণীশংকৈলে জমি বিরোধে সংঘর্ষ

প্রকাশের সময় ০১:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া বাঁশবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সংঘটিত এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

আহত কবির হোসেন সাংবাদিকদের জানান, তাদের মালিকানাধীন ৬৩ শতাংশ জমিতে গম রোপণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং সাতজন গুরুতর আহত হন।

আহতদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—সজল রানা (২৬), কবির হোসেন (৪৫), জমির উদ্দিন (৬৫), সোহাগ হোসেন (২৫), ইয়াকুব আলী (৫৭), রিপন আলী (৩০) ও আজগর আলী (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।