০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
তিন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ১,৩৬৮ শিক্ষার্থী

রাণীশংকৈলে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুজন আলী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় ০১:১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬ Time View

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের মোট ১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় রাণীশংকৈল পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ, নেকমরদ সরকারি কলেজ ও আলিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে দেশব্যাপী একই প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি প্রতিষ্ঠার শুরু থেকেই নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতিযোগিতামূলক এ আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, বুধবার প্রথম দিনে বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতিবার দ্বিতীয় দিনে গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে। পরীক্ষার খাতা অন্য জেলার শিক্ষকরা মূল্যায়ন করবেন, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে। প্রকৃত মেধাবীরাই বৃত্তি ও পুরস্কার অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

পরীক্ষায় অংশ নিতে আসা এক অভিভাবক আলপনা আক্তার বলেন, বৃত্তি পরীক্ষায় তাদের সন্তানরা খুবই উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে বলেও তিনি মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

তিন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ১,৩৬৮ শিক্ষার্থী

রাণীশংকৈলে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময় ০১:১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের মোট ১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় রাণীশংকৈল পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ, নেকমরদ সরকারি কলেজ ও আলিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে দেশব্যাপী একই প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি প্রতিষ্ঠার শুরু থেকেই নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতিযোগিতামূলক এ আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, বুধবার প্রথম দিনে বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতিবার দ্বিতীয় দিনে গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে। পরীক্ষার খাতা অন্য জেলার শিক্ষকরা মূল্যায়ন করবেন, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে। প্রকৃত মেধাবীরাই বৃত্তি ও পুরস্কার অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

পরীক্ষায় অংশ নিতে আসা এক অভিভাবক আলপনা আক্তার বলেন, বৃত্তি পরীক্ষায় তাদের সন্তানরা খুবই উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে বলেও তিনি মত প্রকাশ করেন।