মিথ্যা তথ্য ও এডিট করা ছবি ছড়ানোর অভিযোগে জামালপুর সদর থানায় জিডি
ভুয়া ফেসবুক আইডিতে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুনকে হেয় করার অভিযোগ
- প্রকাশের সময় ০২:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৪৫ Time View
জামালপুর সদর–৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ফেসবুকে ভুয়া আইডি খুলে এডিট করা ছবি ও মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারের মাধ্যমে এডভোকেট ওয়ারেছ আলী মামুনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বাদী হয়ে জামালপুর সদর থানায় জিডিটি দায়ের করেন। তিনি বলেন, “এডভোকেট ওয়ারেছ আলী মামুন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতা। তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
তিনি আরও বলেন, এ ধরনের ভুয়া তথ্য প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জামালপুর সদর থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

























