মহান বিজয় দিবসে উৎসবমুখর আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ
সৈয়দ ফজলুল হক কলেজে বিজয় র্যালি ও আলোচনা সভা
- প্রকাশের সময় ০৪:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৬৬ Time View
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বরগুনার সৈয়দ ফজলুল হক কলেজে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দঘন পরিবেশে বিজয় র্যালিটি বের হয়।
র্যালিটি কলেজের সামনের সড়ক থেকে শুরু হয়ে লেমুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা ও বিজয় দিবসের বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র্যালিতে উপস্থিত ছিলেন সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম, কলেজের শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম। এতে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিফাতসহ আরও অনেকে।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম বলেন, “নয় মাসের রক্তক্ষয়ী ও অগ্নিঝরা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই বিজয় কোনো একক শ্রেণির নয়—এটি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ আপামর জনসাধারণের বিজয়।”
তিনি আরও বলেন, “অর্জিত বিজয়কে যথাযথভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব। বাংলাদেশ বীরের দেশ। দেশের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।”
এসময় তিনি দেশবাসীসহ তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

























