০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন

ময়মনসিংহে বিজয় দিবসের কাবাডি প্রতিযোগিতা

সামদানি হোসেন বাপ্পী,ময়মনসিংহ
  • প্রকাশের সময় ০৪:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১০৩ Time View

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলার সার্কিট হাউজ মাঠে বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালিকাদের বিভাগে মোট চারটি এবং বালকদের বিভাগে দুটি দল অংশগ্রহণ করে। বালিকাদের বিভাগে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ জেলা প্রশাসন, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ কাবাডি একাডেমি।

 

বালিকাদের ফাইনাল খেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ জেলা প্রশাসন মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৩৩–২০ পয়েন্টে জেলা প্রশাসন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

 

অন্যদিকে বালকদের বিভাগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন জেলা প্রশাসন দলকে ২৭–১৩ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে।

 

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল-আমীনসহ ময়মনসিংহ কাবাডি একাডেমির কর্মকর্তারা।

 

জেলা ক্রীড়া অফিস ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে সার্কিট হাউজ মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন

ময়মনসিংহে বিজয় দিবসের কাবাডি প্রতিযোগিতা

প্রকাশের সময় ০৪:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলার সার্কিট হাউজ মাঠে বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালিকাদের বিভাগে মোট চারটি এবং বালকদের বিভাগে দুটি দল অংশগ্রহণ করে। বালিকাদের বিভাগে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ জেলা প্রশাসন, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ কাবাডি একাডেমি।

 

বালিকাদের ফাইনাল খেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ জেলা প্রশাসন মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৩৩–২০ পয়েন্টে জেলা প্রশাসন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

 

অন্যদিকে বালকদের বিভাগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন জেলা প্রশাসন দলকে ২৭–১৩ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে।

 

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল-আমীনসহ ময়মনসিংহ কাবাডি একাডেমির কর্মকর্তারা।

 

জেলা ক্রীড়া অফিস ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে সার্কিট হাউজ মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।