০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আয়োজনে প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

কুবিতে আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন ‘বাংলা ব্লকেড’

ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২৯১ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের উদ্যোগে আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা–২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজয়–২৪ হলের টিম ‘বাংলা ব্লকেড’। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় প্রভোস্ট ড. জিয়া উদ্দিনের সভাপতিত্বে এবং ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিনের সঞ্চালনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিল— ‘এই সংসদ (সাধারণ শিক্ষার্থী), হল সংসদ নির্বাচনে জোট প্রেক্ষিতে নয় বরং ব্যক্তি প্রেক্ষিতে ভোট দেবে।’ এই মোশনে অনুষ্ঠিত বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় বাংলা ব্লকেড (বিজয়–২৪ হল) এবং বিরোধী দলে ছিল সুনীতি–A (সুনীতি শান্তি হল)।

প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন কুবিডিএসের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুবিডিএসের যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) মো. লাবিব রহমান, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক নাজমুস সাকিব এবং কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ।

আয়োজক হলের প্রভোস্ট ড. জিয়া উদ্দিন বলেন,“বিতর্ক এমন একটি ক্ষেত্র, যেখানে যুক্তির মাধ্যমে নিজেকে শানিত করা যায়। এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে হলে বিতর্কের একটি নতুন ধারা সূচনা হলো, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”

ডিবেটিং সোসাইটি সভাপতি সাদিয়া আফরিন বলেন,“হল প্রশাসনের সহায়তার ফলে আজকের আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। কুবিডিএস-এর ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। কোনো জটিলতা ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরে আমরা সবাই কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আয়োজনে প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

কুবিতে আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন ‘বাংলা ব্লকেড’

প্রকাশের সময় ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের উদ্যোগে আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা–২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজয়–২৪ হলের টিম ‘বাংলা ব্লকেড’। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় প্রভোস্ট ড. জিয়া উদ্দিনের সভাপতিত্বে এবং ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিনের সঞ্চালনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিল— ‘এই সংসদ (সাধারণ শিক্ষার্থী), হল সংসদ নির্বাচনে জোট প্রেক্ষিতে নয় বরং ব্যক্তি প্রেক্ষিতে ভোট দেবে।’ এই মোশনে অনুষ্ঠিত বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় বাংলা ব্লকেড (বিজয়–২৪ হল) এবং বিরোধী দলে ছিল সুনীতি–A (সুনীতি শান্তি হল)।

প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন কুবিডিএসের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুবিডিএসের যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) মো. লাবিব রহমান, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক নাজমুস সাকিব এবং কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ।

আয়োজক হলের প্রভোস্ট ড. জিয়া উদ্দিন বলেন,“বিতর্ক এমন একটি ক্ষেত্র, যেখানে যুক্তির মাধ্যমে নিজেকে শানিত করা যায়। এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে হলে বিতর্কের একটি নতুন ধারা সূচনা হলো, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”

ডিবেটিং সোসাইটি সভাপতি সাদিয়া আফরিন বলেন,“হল প্রশাসনের সহায়তার ফলে আজকের আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। কুবিডিএস-এর ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। কোনো জটিলতা ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরে আমরা সবাই কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।