দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী দেরা ইসমাইল খান এলাকায় হামলা
পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নিহত ৩
- প্রকাশের সময় ০২:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২৩০ Time View
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুল আলম, কনস্টেবল রফিক এবং পুলিশ ভ্যানের চালক শাকি জান। বিস্ফোরণের পরপরই পানিয়ালা ডিএসপি, স্থানীয় থানার ওসি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
দেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার (ডিপিও) সাজ্জাদ আহমাদ সাহেবজাদা এক বিবৃতিতে জানিয়েছেন, অজ্ঞাত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, “এটি এক কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ।” হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
খায়বার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।




















