০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

মোংলা বন্দরে প্লাটিনাম জয়ন্তী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর তার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব জাহাজে একযোগে হুইসেল বাজিয়ে উৎসবের সূচনা হয়।

দুপুর ১২টায় বন্দরের সদর দপ্তর থেকে জেটি ফটক পর্যন্ত র‌্যালি বের হয়, যাতে অংশ নেন বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবহারকারীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, যিনি বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জেটি এলাকায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক, বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়, এবং ঝুঁকিপূর্ণ কাজে অবদান রাখার জন্য ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সর্বোচ্চ জাহাজ আনয়ন, কন্টেইনার হ্যান্ডলিং, মালামাল হ্যান্ডলিং এবং অন্যান্য ক্ষেত্রে অবদান রাখা ২৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

মোংলা বন্দরের ইতিহাসে উল্লেখযোগ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর ‘চালনা পোর্ট’ হিসেবে যাত্রা শুরু হয়। ১৯৮৭ সালে পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে এটি ‘মোংলা পোর্ট অথরিটি’ নামে প্রতিষ্ঠিত হয়।

২০২৪-২৫ অর্থবছরে বন্দরে কার্গো হ্যান্ডলিং লক্ষ্য অতিক্রম করে ১ কোটি ৪ লাখ ১২ হাজার মেট্রিক টন অর্জিত হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১,৪৫৬ TEU, রাজস্ব আয় ৩৪৩ কোটি ৩০ লাখ টাকা এবং নিট মুনাফা ৬২ কোটি ১০ লাখ টাকা, যা যথাক্রমে লক্ষ্যমাত্রার চেয়ে যথাক্রমে ১৭.২৫%, ৭.২৮%, ২.৮৩% এবং ২০৩% বেশি।

আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও নিয়মিত ড্রেজিংয়ের ফলে প্রতি ঘণ্টায় ২৪টিরও বেশি কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব এবং জেটিতে একই সময়ে ৫টি জাহাজ হ্যান্ডলিং সুবিধা নিশ্চিত হয়েছে। বর্তমানে বন্দরে এসেছে ৩৫৬টি জাহাজ, কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১৩,৮৫৪ TEU, গাড়ি আমদানি হয়েছে ৪,১৩৯টি এবং পণ্য আমদানি-রপ্তানি হয়েছে ৪৪ লাখ টন। পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি (PRF) স্থাপন সম্পন্ন হয়েছে, যা নদী ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

মোংলা বন্দর খাদ্যশস্য, গাড়ি, সার, কয়লা, এলপিজি, মাছ, চিংড়ি, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বন্দরকে আধুনিক ও বিশ্বমানের করার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নতুন প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

মোংলা বন্দরে প্লাটিনাম জয়ন্তী উদযাপন

আপডেট সময় ০৩:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর তার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব জাহাজে একযোগে হুইসেল বাজিয়ে উৎসবের সূচনা হয়।

দুপুর ১২টায় বন্দরের সদর দপ্তর থেকে জেটি ফটক পর্যন্ত র‌্যালি বের হয়, যাতে অংশ নেন বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবহারকারীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, যিনি বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জেটি এলাকায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক, বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়, এবং ঝুঁকিপূর্ণ কাজে অবদান রাখার জন্য ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সর্বোচ্চ জাহাজ আনয়ন, কন্টেইনার হ্যান্ডলিং, মালামাল হ্যান্ডলিং এবং অন্যান্য ক্ষেত্রে অবদান রাখা ২৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

মোংলা বন্দরের ইতিহাসে উল্লেখযোগ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর ‘চালনা পোর্ট’ হিসেবে যাত্রা শুরু হয়। ১৯৮৭ সালে পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে এটি ‘মোংলা পোর্ট অথরিটি’ নামে প্রতিষ্ঠিত হয়।

২০২৪-২৫ অর্থবছরে বন্দরে কার্গো হ্যান্ডলিং লক্ষ্য অতিক্রম করে ১ কোটি ৪ লাখ ১২ হাজার মেট্রিক টন অর্জিত হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১,৪৫৬ TEU, রাজস্ব আয় ৩৪৩ কোটি ৩০ লাখ টাকা এবং নিট মুনাফা ৬২ কোটি ১০ লাখ টাকা, যা যথাক্রমে লক্ষ্যমাত্রার চেয়ে যথাক্রমে ১৭.২৫%, ৭.২৮%, ২.৮৩% এবং ২০৩% বেশি।

আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও নিয়মিত ড্রেজিংয়ের ফলে প্রতি ঘণ্টায় ২৪টিরও বেশি কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব এবং জেটিতে একই সময়ে ৫টি জাহাজ হ্যান্ডলিং সুবিধা নিশ্চিত হয়েছে। বর্তমানে বন্দরে এসেছে ৩৫৬টি জাহাজ, কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১৩,৮৫৪ TEU, গাড়ি আমদানি হয়েছে ৪,১৩৯টি এবং পণ্য আমদানি-রপ্তানি হয়েছে ৪৪ লাখ টন। পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি (PRF) স্থাপন সম্পন্ন হয়েছে, যা নদী ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

মোংলা বন্দর খাদ্যশস্য, গাড়ি, সার, কয়লা, এলপিজি, মাছ, চিংড়ি, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বন্দরকে আধুনিক ও বিশ্বমানের করার জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নতুন প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।