রক্তমাখা চাইনিজ কুড়াল নিয়ে থানায় হাজির খুনি বন্ধু
ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমি মাঠে বন্ধুর হাতে বন্ধু খু’ন
- আপডেট সময় ০৬:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন, ‘জীবন নষ্টের’ ভয়াবহ প্রতিশোধ
এক বন্ধুর হাতে আরেক বন্ধুর নৃশংস হত্যাকাণ্ড, চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একটি রহস্যময় ‘জীবন নষ্টের’ অভিযোগ—ত্রিশালে থমথমে পরিস্থিতি।
ঘটনাস্থল ও সময় ২৭/১১/২০২৫ তারিখ রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় এক মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত হয় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকা। মোঃ ওহেদুল ইসলাম অনিক (২২) নামের এক যুবক, সম্পূর্ণ রক্তমাখা একটি চাইনিজ কুড়াল হাতে নিয়ে সরাসরি থানায় এসে আত্মসমর্পণ করে। ভয়ঙ্কর স্বীকারোক্তি :
থানায় এসে সে অকপটে জানায়, রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকার সময় সে তার বাল্যবন্ধু মুনতাসির ফাহিম (২২)-কে নৃশংসভাবে খুন করেছে। হত্যাকাণ্ডের স্থান ছিল ত্রিশাল থানাধীন দরিরামপুর ৪নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা এলাকার নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশে ভবন সংলগ্ন পানির ট্যাংকির কাছে।
হত্যাকাণ্ডের কারণ :
জীবন নষ্টের প্রতিশোধ? প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যখন এই ভয়াবহ বন্ধু হত্যার কারণ জানতে চায়, অনিক এক ভয়ঙ্কর অভিযোগের কথা জানায়। সে দাবি করে, তার বন্ধু মুনতাসির ফাহিম তার জীবন নষ্ট করে দিয়েছে। এই ‘জীবন নষ্টের’ প্রতিশোধ নিতেই সে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফাহিমকে হত্যা করেছে।
উদ্ধার ও আইনি প্রক্রিয়া মোঃ ওহেদুল ইসলাম অনিক-এর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে। বর্ণিত স্থানে, নজরুল একাডেমি মাঠ সংলগ্ন পানির ট্যাংকির কাছেই রক্তাক্ত অবস্থায় বন্ধু মুনতাসির ফাহিম (২২)-এর নিথর দেহ পাওয়া যায়।
নিহত ফাহিমের পিতা-মাতা ও আত্মীয় স্বজনরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাশ শনাক্ত করেন।
ত্রিশাল থানা পুলিশ মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘাতক মোঃ ওহেদুল ইসলাম অনিক (২২) বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চাঞ্চল্যকর ও রহস্যময় বন্ধু হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
























