যুক্তরাষ্ট্রের নতুন ২৮ দফা শান্তি পরিকল্পনা সামনে—রাশিয়া বলছে ভিত্তি হতে পারে, তবে কিয়েভ অনড় থাকলে অভিযান থামবে না
রুশ যুদ্ধবিমানে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ধাওয়া, পুতিনের হুঁশিয়ারি: শান্তি না এলে অগ্রগতি চলবে
- আপডেট সময় ০২:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধের নতুন উত্তেজনাপূর্ণ দৃশ্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়—রুশ যুদ্ধবিমান সু-২৫–এর পেছনে ধাওয়া করছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। মিসাইল থেকে বাঁচতে দ্রুতগতিতে ফ্লেয়ার (বিস্ফোরক প্রতিরক্ষা কৌশল) ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে রুশ বিমানগুলো। শেষ পর্যন্ত মিসাইলকে ফাঁকি দিয়ে দুটি সু-২৫ যুদ্ধবিমান সফলভাবে ইউক্রেনে বোমা হামলা চালিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে যায়।
এ দৃশ্য পশ্চিমা সামরিক বিশ্লেষকদেরও বিস্মিত করেছে।
এদিকে যুদ্ধের এই তীব্র পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনাকে সম্ভাব্য সমাধানের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন,
“কিয়েভ এই প্রস্তাবে এগোতে না চাইলে রুশ বাহিনী সামনে অগ্রসর হতে থাকবে।”
রাশিয়ার দখলে ইউক্রেনের প্রায় ১৯% এলাকা
বর্তমানে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ, অর্থাৎ ১ লাখ ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। মস্কো ডনবাসের পুরো অঞ্চল, পাশাপাশি খেরসন ও জাপোরিঝঝিয়া প্রদেশ সম্পূর্ণ দখলে নিতে চায়।
জেলেনস্কির আগ্রহ, তবে ইউরোপে উদ্বেগ
শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের এই রূপরেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন:
“শান্তি মানে আত্মসমর্পণ নয়। ইউক্রেন ন্যায়সঙ্গত শান্তি চায়।”
ইইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস বলেন:
“ইউক্রেন ও ইউরোপের সমর্থন ছাড়া কোনো শান্তি উদ্যোগ টেকসই নয়।”
পোল্যান্ড আরও কড়া অবস্থান জানিয়ে বলেছে:
“ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতায় শর্ত আরোপ অগ্রহণযোগ্য।”
পুতিনের সতর্কবার্তা
পুতিন স্পষ্টভাবে জানান,
“ইউক্রেন ও ইউরোপীয় শক্তিগুলো বুঝতে পারছে না—রুশ বাহিনী ক্রমাগত এগোচ্ছে। শান্তির পথে না এলে এই অগ্রগতি থামবে না।”





















