১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বিতর্কের পর স্বস্তি জনমনে

আমতলীর বিতর্কিত ইউএনও রোকনুজ্জামানের বদলি

আমতলী (বরগুনা) প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ও বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে আলোচনায় আসা বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার রাতে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়।

তার বদলির খবর ছড়িয়ে পড়তেই আমতলীতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ মে মো. রোকনুজ্জামান খান আমতলীতে ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ উঠেছিল উপজেলা বিএনপি নেতাদের পক্ষ থেকে।

গত ৬ এপ্রিল তিনি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী সামসুল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিপ্লবসহ কয়েকজন নেতার সঙ্গে চৌরাস্তায় ‘সকাল-সন্ধ্যা হোটেলের’ ভিআইপি কক্ষে বৈঠক করেন বলে জানা যায়। ওই বৈঠকের ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ঘটনাটি নিয়ে ২৩ অক্টোবর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই তার অপসারণের দাবি ওঠে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আসাদুজ্জামান কাওসার বলেন, বিতর্কিত ইউএনও রোকনুজ্জামান খানের বদলিতে আমতলীর মানুষ স্বস্তি পেয়েছে। তিনি দায়িত্বকালীন সময়ে আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয়, টেন্ডারবিহীন কাজ, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।

বদলির বিষয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, বদলীকৃত ইউএনওর বিষয়ে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো আগের জেলা প্রশাসকের সময়ে করা হয়েছিল। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

নিউজটি শেয়ার করুন

বিতর্কের পর স্বস্তি জনমনে

আমতলীর বিতর্কিত ইউএনও রোকনুজ্জামানের বদলি

আপডেট সময় ০৪:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

নিষিদ্ধ ও বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে আলোচনায় আসা বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার রাতে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়।

তার বদলির খবর ছড়িয়ে পড়তেই আমতলীতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ মে মো. রোকনুজ্জামান খান আমতলীতে ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ উঠেছিল উপজেলা বিএনপি নেতাদের পক্ষ থেকে।

গত ৬ এপ্রিল তিনি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী সামসুল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিপ্লবসহ কয়েকজন নেতার সঙ্গে চৌরাস্তায় ‘সকাল-সন্ধ্যা হোটেলের’ ভিআইপি কক্ষে বৈঠক করেন বলে জানা যায়। ওই বৈঠকের ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ঘটনাটি নিয়ে ২৩ অক্টোবর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই তার অপসারণের দাবি ওঠে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আসাদুজ্জামান কাওসার বলেন, বিতর্কিত ইউএনও রোকনুজ্জামান খানের বদলিতে আমতলীর মানুষ স্বস্তি পেয়েছে। তিনি দায়িত্বকালীন সময়ে আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয়, টেন্ডারবিহীন কাজ, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।

বদলির বিষয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, বদলীকৃত ইউএনওর বিষয়ে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো আগের জেলা প্রশাসকের সময়ে করা হয়েছিল। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।