লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপিদের রদবদল—জামালপুরে নতুন পুলিশ সুপার ড. সাদেক
গাজীপুরের পুলিশ সুপার বদলি, জামালপুরে যোগ দিচ্ছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক
- আপডেট সময় ০১:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে দেশব্যাপী ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক–কে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বর্তমান জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম–কে বদলি করে যশোর জেলার পুলিশ সুপার করা হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
ড. চৌধুরী মো. যাবের সাদেক হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বড় ভাই আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান।
বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা ড. সাদেক ২০২২ সালের ২১ সেপ্টেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। তিনি পুলিশ টেলিকম বিভাগ ও পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেন এবং পরে সহকারী মহাপরিদর্শক (এআইজি–পিআইএমএস) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১১ ডিসেম্বর তিনি গাজীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
রদবদল অনুযায়ী ২৫ নভেম্বর ২০২৫ থেকে তিনি জামালপুর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে আজ সন্ধ্যা ৬টায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম–এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হবে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে।
























