০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জুলাইয়ের বিক্ষোভ মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

বকশীগঞ্জে সহিংসতার ঘটনায় সাবেক এমপি সহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

শাহ আলী বাচ্চু, জামালপুর
  • প্রকাশের সময় ০১:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ২৩৯ Time View

জামালপুরের বকশীগঞ্জে গত বছরের জুলাই মাসে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদসহ ৫৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে আরও ২০০–৩০০ অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলার মেরুরচর খানপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সুমন মিয়া বাদী হয়ে ২১ নভেম্বর মামলাটি দায়ের করেন। বিষয়টি ২৪ নভেম্বর নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ জুলাই বিকেলে ছাত্র–জনতার একটি মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ এবং মালিবাগ মোড়ে একটি হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়।

পরে ১৮ জুলাই পুনরায় সরকারবিরোধী মিছিল বের হলে এতে হামলা ও ভাঙচুরের অভিযোগও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ঘটনার পর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় বলে এজাহারে দাবি করা হয়েছে।

এজাহারে সাবেক এমপি নুর মোহাম্মদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মোট ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০–৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “মামলাটি তদন্তাধীন। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

জুলাইয়ের বিক্ষোভ মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

বকশীগঞ্জে সহিংসতার ঘটনায় সাবেক এমপি সহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় ০১:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে গত বছরের জুলাই মাসে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদসহ ৫৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে আরও ২০০–৩০০ অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলার মেরুরচর খানপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সুমন মিয়া বাদী হয়ে ২১ নভেম্বর মামলাটি দায়ের করেন। বিষয়টি ২৪ নভেম্বর নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ জুলাই বিকেলে ছাত্র–জনতার একটি মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ এবং মালিবাগ মোড়ে একটি হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়।

পরে ১৮ জুলাই পুনরায় সরকারবিরোধী মিছিল বের হলে এতে হামলা ও ভাঙচুরের অভিযোগও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ঘটনার পর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় বলে এজাহারে দাবি করা হয়েছে।

এজাহারে সাবেক এমপি নুর মোহাম্মদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মোট ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০–৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “মামলাটি তদন্তাধীন। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”