ইলন মাস্ক ও টাইগার উডসের অংশগ্রহণের সম্ভাবনা—জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে বৈঠক আজ
সৌদি যুবরাজের সম্মানে ট্রাম্পের নৈশভোজ
- আপডেট সময় ১২:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আজ মঙ্গলবার এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নৈশভোজে টেসলার প্রধান নির্বাহী ও ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক অংশ নিতে পারেন বলে মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজ জানিয়েছে।
আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে যুবরাজ সালমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের সহযোগিতা আরও জোরদার করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
খাসোগি হত্যাকাণ্ডের পর প্রথম সফর
২০১৮ সালে ইস্তান্বুলে সাংবাদিক ও সৌদি শাসনব্যবস্থার সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। ফলে এই সফরকে ঘিরে ওয়াশিংটনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
মাস্ক ও টাইগার উডস থাকতে পারেন অনুষ্ঠানে
পাঞ্চবোল নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, নৈশভোজে বিখ্যাত গলফার টাইগার উডসও যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইলন মাস্ক আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
ট্রাম্প–মাস্ক সম্পর্ক: ঘনিষ্ঠতা থেকে টানাপোড়েন
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক একসময় বেশ ঘনিষ্ঠ ছিলেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় মাস্ক বিপুল অর্থ ব্যয় করেন এবং নির্বাচনের পর ডিওজিই (Department of Government Efficiency)–এর প্রধানের দায়িত্ব পান।
তবে চলতি বছরের জুনে ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিল ঘিরে সম্পর্কের অবনতি ঘটে। মাস্ক পদত্যাগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বিরুদ্ধে তির্যক মন্তব্য শুরু হয়।
মাস্ক বিলটিকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেন। এর জবাবে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন,
“ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এখন সেটা থাকবে কি না, জানি না।”























