জেলা বিএনপি কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করল র্যালি
ঠাকুরগাঁওয়ে ৭ নভেম্বরের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৪:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও: ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, মহিলা দল সভাপতি ফুরাতুন্নাহার প্যারিস, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুর, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ এবং ওলামা দলের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবে কর্নেল (অব:) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান জেনারেল খালেদ মোশাররফের তিন দিনের সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়। এই বিপ্লবের ফলে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। ঠিক তেমনি গণবিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছি। সামনে আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আমরা দেশকে ভালো কিছু উপহার দিয়ে গণতান্ত্রিক পথে ফিরিয়ে নিয়ে এই বিপ্লবের যথাযথ মর্যাদা বজায় রাখবো।”





















