০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
উদযাপনের অংশ হিসেবে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজসহ নানা কর্মসূচি গ্রহণ

ময়মনসিংহে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

সামদানী হোসেন বাপ্পি
  • আপডেট সময় ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে ছোট বাজার থেকে র‌্যালি এবং টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহ থানা ঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১১টায় স্মৃতি আলোচনা সভা আয়োজন করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে।
এছাড়া রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১১টায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হবে। পাশাপাশি জেলার মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও প্রার্থনা করা হবে।

এই উপলক্ষে বৈশাখী মঞ্চে তিন দিনব্যাপী বিজয় মেলা, শিশুদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া সার্কিট হাউজ মাঠে প্রীতি ফুটবল খেলা এবং জেলা হাসপাতাল, এতিমখানা ও কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।
শহরের বিভিন্ন মোড়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে এবং পর্যটন কেন্দ্রগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,  “আসন্ন দিবসগুলো আমাদের বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনের পাশাপাশি সবার দায়িত্ববোধ থেকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন—ময়মনসিংহের পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

উদযাপনের অংশ হিসেবে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজসহ নানা কর্মসূচি গ্রহণ

ময়মনসিংহে মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে ছোট বাজার থেকে র‌্যালি এবং টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহ থানা ঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১১টায় স্মৃতি আলোচনা সভা আয়োজন করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে।
এছাড়া রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১১টায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হবে। পাশাপাশি জেলার মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও প্রার্থনা করা হবে।

এই উপলক্ষে বৈশাখী মঞ্চে তিন দিনব্যাপী বিজয় মেলা, শিশুদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া সার্কিট হাউজ মাঠে প্রীতি ফুটবল খেলা এবং জেলা হাসপাতাল, এতিমখানা ও কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।
শহরের বিভিন্ন মোড়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে এবং পর্যটন কেন্দ্রগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,  “আসন্ন দিবসগুলো আমাদের বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনের পাশাপাশি সবার দায়িত্ববোধ থেকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন—ময়মনসিংহের পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।