০২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রাস্তা দখল, যত্রতত্র পার্কিং ও লাইসেন্সবিহীন গাড়ি চালনায় জরিমানা ৩,১০০ টাকা

কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযান: সরকারি আদেশ অমান্য করায় ৭ মামলায় জরিমানা

হিরন মিয়া
  • আপডেট সময় ০৬:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৮৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কেন্দুয়া পৌর এলাকার কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুরাতন বাসস্ট্যান্ড ও কেন্দুয়া-নেত্রকোণা সড়কের নেত্রকোণা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় সরকারি আদেশ অমান্য করে রাস্তা দখল, যত্রতত্র পার্কিং এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যান চালানোর দায়ে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট সাতটি মামলায় সাতজনকে ৩ হাজার ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর মধ্যে—

দণ্ডবিধি অনুযায়ী: রাস্তা দখল করে নির্মাণকাজ, খাদ্যদ্রব্য বিক্রি ও অবৈধ পার্কিংয়ের অভিযোগে ৪ জনকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।

সড়ক পরিবহন আইন অনুযায়ী: লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে ৩ জনকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

এ সময় কেন্দুয়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) বলেন,“দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সাতজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

রাস্তা দখল, যত্রতত্র পার্কিং ও লাইসেন্সবিহীন গাড়ি চালনায় জরিমানা ৩,১০০ টাকা

কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযান: সরকারি আদেশ অমান্য করায় ৭ মামলায় জরিমানা

আপডেট সময় ০৬:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

নেত্রকোনার কেন্দুয়ায় মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কেন্দুয়া পৌর এলাকার কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুরাতন বাসস্ট্যান্ড ও কেন্দুয়া-নেত্রকোণা সড়কের নেত্রকোণা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় সরকারি আদেশ অমান্য করে রাস্তা দখল, যত্রতত্র পার্কিং এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যান চালানোর দায়ে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট সাতটি মামলায় সাতজনকে ৩ হাজার ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর মধ্যে—

দণ্ডবিধি অনুযায়ী: রাস্তা দখল করে নির্মাণকাজ, খাদ্যদ্রব্য বিক্রি ও অবৈধ পার্কিংয়ের অভিযোগে ৪ জনকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।

সড়ক পরিবহন আইন অনুযায়ী: লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে ৩ জনকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

এ সময় কেন্দুয়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) বলেন,“দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সাতজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”